সিলেটে আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

1 month ago 16

শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পরপরই সিলেটে মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, থানা ও পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার পর থেকে এসব ভাঙচুর শুরু হয়। ভয়-আতঙ্কে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সিলেটে বিক্ষোভকারীদের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিক্ষোভকারীদের হামলা-ভাঙচুর অব্যাহত থাকায় সন্ধ্যার পর থেকে সিলেটের সব মসজিদে মাইকিং করা হচ্ছে। এতে বলা হচ্ছে-হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। কেউ যাতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর না করেন। এছাড়া সন্তানদের বাসা-বাড়িতে রাখতে মা-বাবাদের প্রতি অনুরোধ জানানো হয়।

এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর পাশেই জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ ভবনে ভাঙচুর করে অগ্নিসংযোগ চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। একই সময়ে আরেকটি দল নগরের কিন ব্রিজ এলাকায় পুলিশ সুপারের বাসায় আগুন দেয়।

এছাড়া কোতোয়ালি থানা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানা, লামাবাজার পুলিশ ফাঁড়ি, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা করা হয়েছে নগরের শাপলাবাগ এলাকায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত সরকারের বাসায়।

অন্যদিকে, নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহ-সভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়।

এছাড়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলমকান মুক্তির বাসায়ও হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়েক আহমদ, উপশহরের সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বাসায় হামলা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতে ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

আহমেদ জামিল/জেডএইচ/জেআইএম

Read Entire Article