সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস-এর হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কী হয়েছে জাতীয় দলের এই পেসারের? ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিষয়টি পরিষ্কার করেন। তার ভাষ্য অনুযায়ী, তাসকিন বর্তমানে চোটে ভুগছেন এবং আপাতত খেলার মতো অবস্থায় নেই। তবে আশার কথা, চোটটি গুরুতর নয়। মিঠুন জানান, ফিজিওর পরামর্শে তাসকিন সিলেট ছেড়ে ঢাকায় গেছেন। সেখানে প্রয়োজনীয় স্ক্যান করানো হবে। ফলে নোয়াখালীর বিপক্ষে একাদশে তাকে রাখার প্রশ্নই ওঠেনি। অধিনায়ক বলেন, “এটা পুরোপুরি ফিজিওর বিষয়। ওর এখন বিশ্রাম দরকার। স্ক্যানের জন্য ঢাকায় গেছে। ও ছিল না বলেই খেলেনি।” সোমবার ঢাকার আরেকটি ম্যাচ থাকলেও সেখানে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকা পর্ব শুরু হলে ফেরার আশাবাদ রয়েছে। মিঠুনের কথায়, “আনঅফিসিয়ালি যতটুকু জানি, যদি বড় কোনো সমস্যা না থাকে, তাহলে ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে। ওর হাঁটুতে সামান্য সমস্যা হচ্ছে।” সব মিলিয়ে, আপাতত সতর্কতার পথেই হাঁটছে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের চোট গুরুতর না হলেও

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস-এর হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কী হয়েছে জাতীয় দলের এই পেসারের? ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিষয়টি পরিষ্কার করেন। তার ভাষ্য অনুযায়ী, তাসকিন বর্তমানে চোটে ভুগছেন এবং আপাতত খেলার মতো অবস্থায় নেই। তবে আশার কথা, চোটটি গুরুতর নয়। মিঠুন জানান, ফিজিওর পরামর্শে তাসকিন সিলেট ছেড়ে ঢাকায় গেছেন। সেখানে প্রয়োজনীয় স্ক্যান করানো হবে। ফলে নোয়াখালীর বিপক্ষে একাদশে তাকে রাখার প্রশ্নই ওঠেনি। অধিনায়ক বলেন, “এটা পুরোপুরি ফিজিওর বিষয়। ওর এখন বিশ্রাম দরকার। স্ক্যানের জন্য ঢাকায় গেছে। ও ছিল না বলেই খেলেনি।” সোমবার ঢাকার আরেকটি ম্যাচ থাকলেও সেখানে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকা পর্ব শুরু হলে ফেরার আশাবাদ রয়েছে। মিঠুনের কথায়, “আনঅফিসিয়ালি যতটুকু জানি, যদি বড় কোনো সমস্যা না থাকে, তাহলে ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে। ওর হাঁটুতে সামান্য সমস্যা হচ্ছে।” সব মিলিয়ে, আপাতত সতর্কতার পথেই হাঁটছে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের চোট গুরুতর না হলেও তাকে পুরোপুরি ফিট না করে মাঠে নামাতে চায় না দল ব্যবস্থাপনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow