সিলেটে চীনা নাগরিক হত্যায় আরেক চীনার কারাদণ্ড

2 hours ago 2

সিলেটে এক চীনা নাগরিককে (৪৮) হত্যার ঘটনায় আরেক চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম জো চাও (৪০)। তিনি এ হত্যা মামলার একমাত্র আসামি।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত থাকাবস্থায় ওয়েন্টাও এবং জো চাওসহ ১২ চীনা নাগরিক নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০২১ সালের ১৮ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও এবং জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এসময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও।

এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার রায় দেন বিচারক।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

Read Entire Article