সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশের মঞ্চে পৌঁছেন তিনি। মঞ্চে পৌঁছানোর আগে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় অসংখ্য নেতাকর্মীরা গাড়িবহরের সঙ্গে সঙ্গে হেঁটে যান। প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে, গাড়িবহরে এয়াপোর্ট এলাকার গ্র্যান্ড সিলেটে তরুণদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে লাল-সবুজের বাসে করে তিনি সমাবেশস্থলে পৌঁছেন। এ সময় মাঠে থাকা নেতাকর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা। দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট শহর যেন উৎসবের নগরীতে রূপ নেয়। বৃহস্পতিবার জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের মিছিলে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো সিলেট নগরী। সকাল থেকেই নগরীর আম্বরখানা, দরগাহ গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, মিরাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশ
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশের মঞ্চে পৌঁছেন তিনি। মঞ্চে পৌঁছানোর আগে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় অসংখ্য নেতাকর্মীরা গাড়িবহরের সঙ্গে সঙ্গে হেঁটে যান।
প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে, গাড়িবহরে এয়াপোর্ট এলাকার গ্র্যান্ড সিলেটে তরুণদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে লাল-সবুজের বাসে করে তিনি সমাবেশস্থলে পৌঁছেন। এ সময় মাঠে থাকা নেতাকর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।
দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট শহর যেন উৎসবের নগরীতে রূপ নেয়। বৃহস্পতিবার জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের মিছিলে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো সিলেট নগরী।
সকাল থেকেই নগরীর আম্বরখানা, দরগাহ গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, মিরাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীদের স্রোতে সকাল ১১টার আগেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতেও অবস্থান নিতে দেখা গেছে। শহরজুড়েই রয়েছে জনসাধারণ।
What's Your Reaction?