সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

1 hour ago 4

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. আলমগীর আলম পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। 

পুলিশ সূত্রে  জানা যায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।

কোম্পানীগঞ্জ থানার ওডি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদা পাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কিনা, সেটা পুলিশ খতিয়ে দেখছে।

Read Entire Article