সিলেটে পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ ঘোষণা করল প্রশাসন

18 hours ago 4
সিলেটে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। চিঠিতে উল্লেখ বলা হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন এলাকার কতিপয় অসাধু ব্যক্তি পাহাড় ও টিলা কাটায় জড়িত রয়েছেন। পাহাড় ও টিলা কাটার ফলে যেহেতু পরিবেশের ভারসাম্য বিনষ্টসহ প্রাকৃতিক বিপর্যয় ঘটার শঙ্কা দেখা দিয়েছে, সেহেতু পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।  আদেশ অমান্যকারীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে জানানো হয়। সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article