সিলেটে বিটিসিএল অফিসে অগ্নিকাণ্ড

2 hours ago 6

বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করতে গিয়ে পার্শ্ববর্তী বিটিসিএল অফিসের পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের তালতলা এলাকায় অবস্থিত বিটিসিএল কার্যালয়ের পেছনের পরিত্যক্ত গো ডাউনে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মূল ভবন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুন লাগার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় বিটিসিএলের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট কার্যালয়ের ডিজিএম মিহির রায় কালবেলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করতে গিয়ে আমাদের অফিসের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

Read Entire Article