সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড নিয়ে পুলিশের বার্তা

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। যা সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। প্রকৃত পক্ষে গত গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রয়াত স্কুল শিক্ষক বীরেন্দ্র দেবের (ঝুনু মাস্টার) বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন প্রয়াত ধীরেন্দ্র দেবের বড় ছেলে বিকাশ চন্দ্র দেবসহ ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিসের সদস্যরা। বীরেন্দ্র দেবের বাড়ি উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের বহর গ্রাম পূর্ব পাড়ায়। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সব কিছু প

সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড নিয়ে পুলিশের বার্তা

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। যা সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।

প্রকৃত পক্ষে গত গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রয়াত স্কুল শিক্ষক বীরেন্দ্র দেবের (ঝুনু মাস্টার) বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন প্রয়াত ধীরেন্দ্র দেবের বড় ছেলে বিকাশ চন্দ্র দেবসহ ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বীরেন্দ্র দেবের বাড়ি উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের বহর গ্রাম পূর্ব পাড়ায়। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ওই বাড়িতে প্রয়াত বীরেন্দ্র দেবের ৪ ছেলে বসবাস করেন। তার বড় ছেলে বিকাশ রঞ্জন দেবও স্থানীয় একটি স্কুলের শিক্ষক। এ বিষয়ে জানার জন্য বিকাশ রঞ্জন দেবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এক ভিডিও বার্তায় বিকাশ রঞ্জন দেব বলেন, বসত ঘর থেকে এ আগুনের সূত্রপাত। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বসত ঘরের সঙ্গে খড়ের ঘর লাগানো ছিল। যার কারণে মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, দুপুরে আমার স্ত্রী টিউবওয়েলে পানি আনতে গিয়ে প্রথমে দেখতে পান বসত ঘরে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

তার পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই জানিয়ে বিকাশ দেব বলেন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এটি নিছক একটি দুর্ঘটনা। তিনি বলেন, এলাকার মানুষজনের সহযোগিতায় সর্বস্ব হারানোর পরও আমি এখনো টিকে আছি।

এদিকে এ ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও রাজনৈতিক ও ধর্মীয়ভাবে ভিন্ন খাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রচার করতে থাকেন। ধর্মীয় পরিচয়ের কারণে এ আগুন দেওয়া হয়েছে বলেও প্রচার চালান কেউ কেউ। তবে, ক্ষতিগ্রস্ত পরিবারসহ সংশ্লিষ্ট সবারই এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে ধারণা করছেন।

এ বিষয়ে ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমিনুর রশিদ শামিম কালবেলাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি কি বৈদ্যুতিক শর্টসার্কিট কারণে হয়েছে কিনা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। একটি খড়ের ঘরেই প্রথমে আগুন ধরেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট খড়ের ঘরে হওয়ার কথা না। এ ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে, না অন্য কারণে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। 

সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত বলে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছেন। আগুন লাগার বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow