সিলেটের শাহপরাণে দুই ছাত্রের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল আহমদ মুন্সী (৩০) নামের যুবদল কর্মী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাওয়ার পথে প্রধান অভিযুক্ত মঈনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে।
এর আগে ২৫ নভেম্বর রাতে মহানগরীর শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বিল্লাল। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় রঙমিস্ত্রি বিল্লাল খুনের পরদিন নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে থানায় রনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয়রা নিহত বিল্লালের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।