মৃত্যুর তিন বছর পর বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফনের জন্য সিলেটে নিয়ে আসা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নিয়ে আসা হয় এসব দেহাবশেষ।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে তার দেহাবশেষ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে রয়েছে। সেখানে দোয়া মাহফিল চলছে। এরপর তার নিজ বাড়ি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ পুনর্দাফন করা হবে।
এদিকে হারিছ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্দাফন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। রোববার আসরের নামাজের পর ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।
আহমেদ জামিল/এফএ/এমএস