সিলেটের এনসিপির তিন প্রার্থীর মধ্যে দুইজনের প্রার্থিতা স্থগিত
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনে মো. রাশেদ উল আলমের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে সিলেট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এনসিপি সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থী দিয়েছিলো। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইকালে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যথেষ্ট কাগজপত্র দেখাতে না পারায় সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলমের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। তানভীর হোসাইন সজীব
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনে মো. রাশেদ উল আলমের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে সিলেট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এনসিপি সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থী দিয়েছিলো।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইকালে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যথেষ্ট কাগজপত্র দেখাতে না পারায় সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলমের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তানভীর হোসাইন সজীব আরও জানান, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে একজনের স্থগিত ও দুইজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আহমেদ জামিল/এনএইচআর/এমএস
What's Your Reaction?