সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

3 months ago 53

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার। এ ছাড়া তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

জানা যায়, রোববার (১৫ জুন) রাত থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের কর্মবিরতির কারণে ভোগান্তীতে পড়েন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। সোমবার সন্ধ্যার দিকে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভূত উল্লেখ করে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন তারা।

ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের ভেতরে তদন্ত কমিটি রির্পোট দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article