জীবন পাল
সিলেট শহরের জিন্দাবাজারের রাজা ম্যানশন—যা আজ সিলেটের সবচেয়ে বড় বইয়ের হাট হিসেবে পরিচিত। ব্যবসায়ীরা একে সিলেটের নীলক্ষেত বলেই ডাকেন। শিশু শ্রেণি থেকে শুরু করে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি মেডিকেল পর্যন্ত সব ধরনের বই পাওয়া যায় এক ছাদের নিচে। সকাল থেকে রাত, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হওয়ার পর এই বাজারে ভিড় বাড়ে শিক্ষার্থীদের।
উচ্চ মাধ্যমিক শেষ করা ইসরাত জাহান লিজা জানালেন, সাশ্রয়ী দামে বই পাওয়ার কারণেই তিনি রাজা ম্যানশনের নিয়মিত ক্রেতা। ষষ্ঠ শ্রেণির কালভিও বাবার সঙ্গে এসেছে খাতা ও নিজের একটি বই কিনতে। সে জানালো, এখান থেকে কার্টুন বইও কেনা হয়।
সুদূর হবিগঞ্জের নবীগঞ্জ থেকে এসেছেন এমসি কলেজের ছাত্র মো. শাহান বখত। তার ভাষ্যমতে, ‘আমাদের এলাকায় সব বই পাওয়া যায় না। এখানে এসে ভালো প্রিন্টের বই কম দামে পাওয়া যায়।’ একইভাবে মৌলভীবাজারের কুলাউড়ার তন্ময় তালুকদার আইন বিষয়ে নিজের বই আর মেয়ের বৃত্তি পরীক্ষার বই কিনে সন্তুষ্টি প্রকাশ করলেন রাজা ম্যানশনের প্রতি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী সাহিরা বিনতে সুকুর পরীক্ষার প্রস্তুতির জন্য এসেছেন প্রয়োজনীয় বই কিনতে। অন্যদিকে ম্যাটসের ছাত্রী সাদিয়া বললেন, ‘কম দামে পুরোনো বই পাওয়া যায় বলেই এখানে আসি।’
আরও পড়ুন
নজরুলের অগ্নিবীণায় ‘বিদ্রোহী’র অনন্ত প্রেম
পর্বত অভিযান নিয়ে শাকিলের যত বই
পুরোনো বই বেচাকেনার পথিকৃৎ আবদুল আজিজ লয়লু জানালেন, ১৯৯৪ সালে তিনি এই ব্যবসা শুরু করেন। তার ভাষ্যমতে, ‘নবম শ্রেণির নতুন বইয়ের সহায়ক এক সেট কিনতে ৫-৬ হাজার টাকা লাগে। পুরোনো বই কিনলে খরচ অর্ধেকেরও কম।শিক্ষার্থীদেরও উচিত বই ফেলে না দিয়ে বিক্রি করে দেওয়া, যাতে অন্যরা কম দামে কিনতে পারে।’
মেডিকেল বই বিক্রেতা কামিল আহমেদ চৌধুরী বলেন, ‘আগে বইয়ের লেখক ছিলেন অন্তরালে, কিন্তু এখন লেখক নিজেই সরাসরি ক্রেতার কাছে বই বিক্রি করেন।’ এতে লাইব্রেরির ব্যবসায় প্রভাব পড়ছে বলেও আক্ষেপ করলেন তিনি।
পুরোনো বইয়ের ব্যবসায়ী আব্দুল লতিফ। তিনি শিক্ষকতা পেশা ছাড়ার পর ১৯৮৫ সালে রাজা ম্যানশনে বইয়ের ব্যবসা শুরু করেন। তিনি জানালেন, সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন বিক্রিতে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও এখন বই পৌঁছে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হোম ডেলিভারির সুবিধা শিক্ষার্থীদের সময় বাঁচাচ্ছে।
আইইএলটিএস, এসএটি, জিএমএটি, জিআরইসহ বিভিন্ন পরীক্ষার বইয়ের বিপুল বিক্রি রাজা ম্যানশনকে সিলেটের বই ব্যবসার প্রাণকেন্দ্রে পরিণত করেছে। আব্দুল লতিফের মতে, ‘বই ব্যবসা কখনোই সানসেট বিজনেস নয় বরং এটি রাইজিং বিজনেস।’ সব মিলিয়ে বলা যায়, রাজা ম্যানশন এখন শুধু সিলেট নয়, সারাদেশের বইপ্রেমীদের জন্য এক ভরসার নাম।
এসইউ/এএসএম