সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

2 months ago 7

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে রাতের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত সৈয়দপুর থেকে ছলিমপুর পর্যন্ত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী বলেন, বিগত দীর্ঘ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের অনেকেই এখনো আওয়ামী লীগের দোসরদের হয়ে কাজ করছে। শুধুমাত্র তাদের স্থান পরিবর্তন হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নেতৃত্বে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে। এরা যেকোনো সময় এলাকায় আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এসব চেয়ারম্যান ও মেম্বারদের অনেকের নামে থানায় মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিএনপির নেতারা আমাকে সহযোগিতা করলে এবং তাদের নামের তালিকা দিলে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

Read Entire Article