সীতাকুণ্ডে গায়ে আগুন লাগিয়ে নারীর আত্মহত্যা

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে এক নারী শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই নারীর (৪৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ‎স্থানীয় যুবক আনিসুর রহমান আনিস বলেন, ‘যদিও ঘটনাটি আমি শুনেছি সকালে। এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি। কিন্তু কেউই পরিচয় সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, বহিরাগত কোন মহিলা হবে।’ এমন হৃদয়বিদারক ঘটনার পিছনের কারণ উদঘাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, ‘যে স্থানে ঘটনা ঘটেছিল ওই স্থানের আশেপাশে ছিল তেলের ডিপোসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। একটু এদিক-সেদিক হলেই ঘটে যেত বড় ধরনের দুর্ঘটনা।’ রবিবার (৩০ নভেম্বর) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আব্দুল্লাহঘাটা এলাকায় ওই নারী হঠাৎ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। লোকজন দেখতে পেয়ে এগিয়ে গেলেও ততক্ষণ

সীতাকুণ্ডে গায়ে  আগুন লাগিয়ে নারীর আত্মহত্যা

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে এক নারী শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই নারীর (৪৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

‎স্থানীয় যুবক আনিসুর রহমান আনিস বলেন, ‘যদিও ঘটনাটি আমি শুনেছি সকালে। এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি। কিন্তু কেউই পরিচয় সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, বহিরাগত কোন মহিলা হবে।’ এমন হৃদয়বিদারক ঘটনার পিছনের কারণ উদঘাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, ‘যে স্থানে ঘটনা ঘটেছিল ওই স্থানের আশেপাশে ছিল তেলের ডিপোসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। একটু এদিক-সেদিক হলেই ঘটে যেত বড় ধরনের দুর্ঘটনা।’

রবিবার (৩০ নভেম্বর) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আব্দুল্লাহঘাটা এলাকায় ওই নারী হঠাৎ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। লোকজন দেখতে পেয়ে এগিয়ে গেলেও ততক্ষণে মৃত্যুবরণ করেন। তাকে চিনতে পারছে না স্থানীয়রা। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কেন ওই নারী গায়ে আগুন দিল, সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow