সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির ১২ গরু উদ্ধার, যুবক গ্রেফতার

5 months ago 13

চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ মে) দিনগত রাতের শেষ দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আমিন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা। তিনি ডাকাতদলের সদস্য। তাকে মঙ্গলবার (২৭ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রোববার (২৫ মে) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি গরুগুলো লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী গরু ব্যবসায়ী মাহফুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেন।

তিনি আরও জানান, সোমবার শেষ রাতে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। এসময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেফতার যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/জিকেএস

Read Entire Article