‎সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার পাইপ বিস্ফোরণ

1 month ago 12

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডারের পাইপ লাইন বিস্ফোরণ হয়ে মো. ফারুক (৫১) নামের এক শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। রোবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ফৌজদারহাট সমুদ্র উপকূলে অবস্থিত কিং স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। 

তিনি ওই শিপ ইয়ার্ডের ফোরম্যানের দায়িত্বে ছিলেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি দুপুরে ঘটলেও জানাজানি হয় সন্ধ্যার দিকে।

‎ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট সমুদ্র উপকূলে কিং স্টিল শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের পাইপ বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় ফোনম্যান মোহাম্মদ ফারুক। এতে তার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়। পরে ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

‎আহত ফারুকের স্ত্রী কামরুন নাহার বলেন, তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। এখনো চোখ খুলতে পারছেন না। খুব দুশ্চিন্তায় আছি।

‎কিং স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার লোকমান হাকিম বলেন, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

‎সীতাকুণ্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, অক্সিজেন সিলিন্ডারের পাইপ বিস্ফোরণের ঘটনায় মো. ফারুক নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read Entire Article