চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গুলি করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ (লোহা) লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এস এইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, ডাকাতদল ইয়ার্ডে সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রধারী শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এসময় ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহসহ (২৩) প্রহরীদের জিম্মি করে আহত করে।
তিনি আরও বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানালে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশে সঙ্গে গোলাগুলি লিপ্ত হয় তারা। এসময় ডাকাতরা দুটি বোর্টে করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লুট করে নিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই এ খায়ের উদ্দিনের মুঠোফোনে বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারেন।
তবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। তিনি কল রিসিভ করেননি।
এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

4 hours ago
5









English (US) ·