সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ চরম মানবিক সংকটে পড়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ, রকেট ও বিমান হামলার কারণে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে বিভিন্ন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, একই সংঘর্ষের কারণে দেশটিতেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  

সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ চরম মানবিক সংকটে পড়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ, রকেট ও বিমান হামলার কারণে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে বিভিন্ন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, একই সংঘর্ষের কারণে দেশটিতেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow