সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।  শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান‌ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে। নিহত যুবক তসিকুল ইসলাম (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। বাংলাদেশের পুলিশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। তবে সেখানে কার গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি। রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়,

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত
চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।  শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান‌ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে। নিহত যুবক তসিকুল ইসলাম (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। বাংলাদেশের পুলিশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। তবে সেখানে কার গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি। রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তসিকুল কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান। ঘটনার পর বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে লাশ ফেরত আনার আবেদন করে পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow