সীমান্তে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবির প্রতিবাদ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউন্ড গ্রেনেড ছোড়ার অভিযোগ ওঠেছে। পরে এ ঘটনায় প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট বিজিবি সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব-পিলার ৩ এলাকার শূন্য রেখা আর ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ভেল্কু লতামারীর সংলগ্ন সেক্টর অবস্থিত। ভোরে সীমান্ত এলাকার বাসিন্দারা হঠাৎ বিস্ফোরণের প্রকট শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ ওঠে, ভারতীয় বিএসএফের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বিএসএফকে বিষয়টি জানাতে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক ডাকা হলে বুধবার বিকেলে ওই পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানায়, ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানকারী ৭ থেকে ৮ জনের একটি দল প্রবেশ করেছে, এমন খবরে তাদের ধাওয়া দেওয়ার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বৈঠকে উভয় বাহিনী সীমান্তে টহল আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন রতনপুর ক্যাম্পের ইন্সপেক্টর রনজিত মালি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে উভয় দেশের কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

8 hours ago
6









English (US) ·