সীমান্তে বিশেষ সতর্কতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজিবি সূত্র জানায়, ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষিতে সন্দেহভাজন ব্যক্তিরা যেন পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে এবং বাইরে থেকে কোনো দুস্কৃতিকারী অবৈধভাবে অস্ত্র বা গোলাবারুদ নিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন সদরসহ সীমান্তবর্তী সকল বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল দল গঠন করে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) নজরদারি আরও জোরদার ক

সীমান্তে বিশেষ সতর্কতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজিবি সূত্র জানায়, ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষিতে সন্দেহভাজন ব্যক্তিরা যেন পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে এবং বাইরে থেকে কোনো দুস্কৃতিকারী অবৈধভাবে অস্ত্র বা গোলাবারুদ নিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন সদরসহ সীমান্তবর্তী সকল বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল দল গঠন করে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে চেকিং করা হচ্ছে। পাশাপাশি কে-৯ ইউনিট (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow