সীমান্তে বেড়া নির্মাণকে ঘিরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

11 hours ago 4

জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয়রা কাঁটাতারের বিষয়টি জানতে পেরে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। পরে বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণকাজে বাধা দেন। তখন বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।

পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, আজ মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন, তারা আর এরকম কাজ করবেন না, যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নিবেন বলেও জানান তিনি।

Read Entire Article