সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে সীমান্তবর্তী একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।  বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার আতারপাড়া মাঠের একটি মসুর ক্ষেতের ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থ

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে সীমান্তবর্তী একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।  বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার আতারপাড়া মাঠের একটি মসুর ক্ষেতের ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি কালবেলাকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান জোরদার হওয়ায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। তবে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow