সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি জানান, ব্যাটালিয়নের অধীনে তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি, পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ দশমিক ২৫ কেজি আইস (মেথামফেটামিন), ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ, ১০ বোতল মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।  তিনি আরও জানান, এসব মালপত্রের বাজারমূল্য আনুমানিক ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকা থেকে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালপত্র অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দ

সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি জানান, ব্যাটালিয়নের অধীনে তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি, পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ দশমিক ২৫ কেজি আইস (মেথামফেটামিন), ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ, ১০ বোতল মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।  তিনি আরও জানান, এসব মালপত্রের বাজারমূল্য আনুমানিক ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকা থেকে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালপত্র অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow