সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে ওঠেছে। হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এই অবস্থায় বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য আইপি খুলে দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি অনুমোদন হবে। সকাল ১০টায় সার্ভার খুলে দেওয়া হবে। ৫০টি আবেদন পূর্ণ হলে সার্ভার বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন পাবেন। তবে যেসব আবেদনকারী ১ আগস্ট আমদানির জন্য আবেদন করেছিলেন, তারাই অনুমোদন পাবেন। একজন আমদানিকারক শুধু একবারই অনুমোদন পাবেন। দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। উল্লেখ্য, গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকায়।

সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে ওঠেছে। হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এই অবস্থায় বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য আইপি খুলে দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি অনুমোদন হবে। সকাল ১০টায় সার্ভার খুলে দেওয়া হবে। ৫০টি আবেদন পূর্ণ হলে সার্ভার বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন পাবেন। তবে যেসব আবেদনকারী ১ আগস্ট আমদানির জন্য আবেদন করেছিলেন, তারাই অনুমোদন পাবেন। একজন আমদানিকারক শুধু একবারই অনুমোদন পাবেন।

দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

উল্লেখ্য, গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow