সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

3 months ago 38

রাশিয়ার বিরুদ্ধে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। শুক্রবার (১৫ জুন) সুইডেনের আকাশ সীমায় প্রবেশ করে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এরপর সুইডেনের যুদ্ধবিমান এটিকে সরিয়ে দেয়।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানান তিনি।

বিলস্ট্রম বলেন, রাশিয়ার এমন পদক্ষেপের পর আমাদের জোট ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।

তবে সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

সুইডেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমানটিকে প্রতিহত করতে গ্রিপেন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল।

সুইডিশ বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেন, ঘটনাটির মাধ্যমে সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার অভাব প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাল্টিক সাগরে সুইডেন ও তাদের মিত্ররা নৌ মহড়া চালাচ্ছে। এর মধ্যেই ন্যাটোর নতুন সদস্য সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করলো মস্কো।

এর আগে ২০২২ সালেও একইভাবে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করেছিল রাশিয়ার যুদ্ধবিমান।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article