সুখ খুঁজছেন অক্ষয় কুমার

বলিউডের ঝলমলে আলো, কোটি টাকার সম্পদ আর একের পর এক সুপারহিট—সবকিছু থাকা সত্ত্বেও অক্ষয় কুমারের জীবনে যে একরাশ অতৃপ্তি লুকিয়ে আছে, তা যেন হঠাৎ করেই সামনে এলো। কোটিপতি সুপারস্টার হয়েও মাঝেমধ্যেই মনে পড়ে যায় মধ্যবিত্ত জীবনের সেই সহজ, নির্ভার মুহূর্তগুলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে আক্ষেপ প্রকাশ করলেন অক্ষয় কুমার। তারকাখ্যাতির ভারে এমন এক সাধারণ অভ্যাস থেকে আজ তিনি বঞ্চিত, যা একসময় ছিল তার দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন। অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।’ উল্লেখ্য, অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’। সিনেমাটি প্রায় ৯৫ কোট

সুখ খুঁজছেন অক্ষয় কুমার

বলিউডের ঝলমলে আলো, কোটি টাকার সম্পদ আর একের পর এক সুপারহিট—সবকিছু থাকা সত্ত্বেও অক্ষয় কুমারের জীবনে যে একরাশ অতৃপ্তি লুকিয়ে আছে, তা যেন হঠাৎ করেই সামনে এলো। কোটিপতি সুপারস্টার হয়েও মাঝেমধ্যেই মনে পড়ে যায় মধ্যবিত্ত জীবনের সেই সহজ, নির্ভার মুহূর্তগুলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে আক্ষেপ প্রকাশ করলেন অক্ষয় কুমার। তারকাখ্যাতির ভারে এমন এক সাধারণ অভ্যাস থেকে আজ তিনি বঞ্চিত, যা একসময় ছিল তার দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন।

অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।’

উল্লেখ্য, অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’। সিনেমাটি প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী এটি প্রায় ১৫০ কোটি রুপি আয় করে। বর্তমানে অক্ষয় কুমার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow