সুখবর দিলেন ম্রুণাল ঠাকুর  

2 months ago 37
ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। বছরের শেষ ভাগে এসে নিজের ভক্তদের সুখবর দিলেন তিনি। যুক্ত হলেন নতুন সিনেমায়। নাম ‘ডাকাত’। এই সিনেমায় এর আগে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান চুক্তিবদ্ধ হন। এরপর কারণবশত সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নেন শ্রুতি। এবার তার জায়গায় নেওয়া হয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে।       বর্তমানে ভারতের হায়দ্রাবাদে এই সিনেমার শুটিং চলছে। যেখানে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল। এই সিনেমায় অভিনয়ের বিষয়ে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘আমি গল্পটি পেয়েই অভিনয় করার জন্য হ্যাঁ বলে দেই। কারণ গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। এমন গল্পেই আমি কাজ করতে চাই। সিনেমার শুটিং চলছে। ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি কাজটিও ভালো লাগবে দর্শকের।’ ‘ডাকাত’ সিনেমাটি নির্মাণ করেছেন শানিল দেও। এর গল্প লিখেছেন নির্মাতা নিজেসহ আরও দুজন। সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। সিনেমায় ম্রুণালের বিপরীতে অভিনয় করছেন আদিবি সেশ।
Read Entire Article