সুখবর পেলেন ছাত্রদলের এক নেতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম করতে আর বিধিনিষেধ রইল না। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই বহিষ্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভকে বহিষ্কার করা হয়েছিল।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম করতে আর বিধিনিষেধ রইল না। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই বহিষ্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভকে বহিষ্কার করা হয়েছিল।
What's Your Reaction?