সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা
প্রায় দুই বছর পর দল থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাছনার। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তার বহিস্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা। ২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করে।
রাহেনা বেগম কালবেলাকে জানান, বিএনপি থেকে তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে
প্রায় দুই বছর পর দল থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাছনার। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তার বহিস্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা। ২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করে।
রাহেনা বেগম কালবেলাকে জানান, বিএনপি থেকে তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। প্রায় দেড় মাস আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পর হলেও তার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি তার আনুগত্য আরও বাড়ল। তাকে বহিস্কার করা হলেও তিনি বিএনপির জন্য কাজ করছিলেন।