সুখবর পেলেন বিএনপির এক নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধীকর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। এদিকে মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নারায়নপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তার ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করছে স্থানীয় নেতাকর্মীরা।  মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীদ

সুখবর পেলেন বিএনপির এক নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধীকর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

এদিকে মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নারায়নপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তার ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করছে স্থানীয় নেতাকর্মীরা। 

মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। দলকে শক্তিশালী ও গতিশীল করতে সবসময় মাঠে থাকব। সবার কাছে দোয়া চাই আমি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করেছিল বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow