সুখী হওয়ার জন্য জীবনে কত টাকার প্রয়োজন

2 weeks ago 14

টাকা আর সুখের মধ্যে সম্পর্ক নিয়ে যুগে যুগে বিতর্ক চলছে। আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে— "Money cannot buy happiness" অর্থাৎ টাকা দিয়ে সুখ কেনা যায় না। কথাটি কতটা সত্য, কতটা মিথ্যা, নাকি আংশিক সত্য, তা আসলে নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং জীবনের পরিস্থিতির উপর। একটি জিনিস পরিষ্কার—টাকা না থাকলে জীবনে অসুখের মাত্রা এতটাই বেড়ে যায় যে সুখের প্রশ্নই আসে না।

সুখের সংজ্ঞা প্রতিটি মানুষের কাছে ভিন্ন। কেউ মনে করেন অর্থনৈতিক নিরাপত্তাই সুখ, আবার কেউ মনে করেন পরিবারের ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক শান্তিই সুখের মূল উপাদান। তবে একটি বিষয় স্পষ্ট, জীবনের বেসিক প্রয়োজনগুলো পূরণ করতে যে টাকার প্রয়োজন, তার অভাব হলে মানুষ সুখী হতে পারে না।
একবার একজন সেলিব্রিটি বক্তাকে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি তার স্ত্রীর সাথে অনুষ্ঠানে অংশ নেন। বক্তৃতা শেষে শ্রোতাদের মধ্য থেকে একটি প্রশ্ন আসে তার স্ত্রীর উদ্দেশ্যে—"আপনার স্বামী একজন বিখ্যাত মানুষ। উনি কি আপনাকে সুখী করতে পারেন?"

প্রশ্নটি শুনে সবার দৃষ্টি স্ত্রীর দিকে। তিনি শুরুতেই বলেন, "আমার স্বামীর সাথে আমি পঁচিশ বছর ধরে সংসার করছি। আমাদের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আলোচনা করি, আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও যৌথভাবে হয়। তবে…" কথাটি বলে তিনি থেমে গেলেন। তার স্বামী তখন চরম উৎকণ্ঠায় পড়লেন, ভাবলেন হয়ত তার স্ত্রী বলতে যাচ্ছেন তিনি তাকে সুখী করতে পারেন না।

সুখ হলো একটি অভ্যন্তরীণ ব্যাপার। এটি অর্জনের জন্য নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। তাই চলুন, আমরা টাকার সঠিক ব্যবস্থাপনা শিখি, টাকাকে জীবনের লক্ষ্য নয় বরং একটি মাধ্যম হিসেবে গ্রহণ করি এবং নিজের মনের শান্তি ও সম্পর্কের সৌন্দর্যের মধ্যে প্রকৃত সুখ খুঁজে নিই।

এরপর তার স্ত্রী বলেন, "আপনার স্যার আমাকে সুখী করতে পারেন না, কারণ কেউ কাউকে সুখী করতে পারে না। নিজেকে নিজেই সুখী করতে হয়।"

এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে গভীর শিক্ষা। সুখ হলো একটি মানসিক অবস্থা, যা বাহ্যিক জিনিস দিয়ে পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। টাকা আপনাকে অনেক কিছু এনে দিতে পারে—বাড়ি, গাড়ি, বিলাসিতা—কিন্তু যদি আপনার মন শান্ত না হয়, তাহলে এই সবকিছুর মাঝেও আপনি অসুখী থাকবেন।

জীবনে সুখী হওয়ার জন্য বেসিক প্রয়োজন পূরণ করা অত্যন্ত জরুরি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য—এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করতে টাকার প্রয়োজন। যদি এই চাহিদাগুলো পূরণ না হয়, তাহলে জীবনে অসুখ, হতাশা এবং দুশ্চিন্তা অনিবার্য। টাকার অভাবে যখন পরিবারের সদস্যদের সঠিক চিকিৎসা করানো সম্ভব হয় না, সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায় বা তিনবেলা খাবারের অভাব দেখা দেয়, তখন বুঝতে হয় টাকার গুরুত্ব কতটা অপরিসীম।

এক্ষেত্রে টাকা সুখ কিনতে না পারলেও, সুখের জন্য একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করে। সুখী জীবনের জন্য টাকার প্রয়োজন যতটা বাস্তব, ততটাই বাস্তব হলো টাকাকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করা।
অনেক সময় দেখা যায়, প্রচুর টাকা থাকার পরেও মানুষ সুখী নয়। এর কারণ টাকার ব্যবস্থাপনার অভাব। অনেক টাকা মানে শুধু বিলাসবহুল জীবন নয়, বরং এটি দায়িত্ব এবং উদ্বেগও বয়ে আনে। যারা টাকা হারানোর ভয়ে প্রতিনিয়ত অস্থির থাকেন, তাদের ঘুম চলে যায়, মানসিক শান্তি নষ্ট হয়। তাদের মনে অহংকার বাসা বাঁধে, পারিবারিক বন্ধন নষ্ট হয় এবং জীবন জটিলতায় পূর্ণ হয়ে যায়।

টাকা যদি সঠিকভাবে ম্যানেজ করা না হয়, তাহলে সেটি সুখের পরিবর্তে অসুখের কারণ হয়ে দাঁড়ায়। একটি পরিবারে যদি টাকার কারণে সম্পর্কের অবনতি ঘটে, সন্তানেরা বাবা-মার থেকে দূরে সরে যায়, কিংবা পারস্পরিক শ্রদ্ধা হারিয়ে যায়, তখন টাকা তার মূল্য হারায়।

সুখ হলো একটি মানসিক এবং আবেগি অবস্থা। টাকা শুধু একটি বাহ্যিক উপায়, যা কিছু জিনিস আনতে পারে কিন্তু সুখ সরাসরি দিতে পারে না। যদি আপনার মন প্রস্তুত না থাকে, যদি আপনার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে যত টাকাই থাকুক, আপনি সুখী হতে পারবেন না। সুখী হতে হলে আপনার নিজের ভেতরেই সেই আনন্দ এবং সন্তুষ্টি খুঁজে বের করতে হবে।

একজন মানুষ যখন তার জীবনের লক্ষ্য স্থির করতে পারে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং টাকাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে—তখন সে সত্যিকারের সুখী হতে পারে। টাকা দিয়ে পৃথিবীর সেরা জিনিসগুলো কেনা সম্ভব, কিন্তু মন যদি শূন্য থাকে, সেই আনন্দ কখনোই টেকসই হবে না।

টাকা সুখের পথ তৈরি করতে পারে, কিন্তু একমাত্র টাকা দিয়ে সুখ অর্জন সম্ভব নয়। যদি টাকার পাশাপাশি আপনার পরিবারে ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং আন্তরিকতা না থাকে, তাহলে জীবনে সুখ আসবে না। অনেক সময় দেখা যায়, সীমিত আয়ের মানুষরাও অনেক সুখী কারণ তাদের মধ্যে ভালোবাসা এবং শান্তি বিরাজ করে।

একইভাবে, অনেক ধনী মানুষ জীবনে প্রচণ্ড একাকিত্ব বোধ করেন কারণ তাদের টাকার মাঝে মানুষ নেই, সম্পর্ক নেই। তাই সুখী হওয়ার জন্য টাকার পাশাপাশি মানসিক স্থিরতা, পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্য এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি।

সুখী হওয়ার জন্য কত টাকা প্রয়োজন? এর উত্তর হলো—আপনার বেসিক চাহিদা পূরণ করার মতো টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু সুখের জন্য টাকার চেয়েও বেশি প্রয়োজন মানসিক প্রস্তুতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি। টাকা আপনার জীবনকে সুন্দর করতে পারে, কিন্তু যদি আপনি নিজেকে সুখী করার ক্ষমতা অর্জন না করেন, তাহলে পৃথিবীর সমস্ত টাকা আপনাকে শান্তি দিতে পারবে না।

সুখ হলো একটি অভ্যন্তরীণ ব্যাপার। এটি অর্জনের জন্য নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। তাই চলুন, আমরা টাকার সঠিক ব্যবস্থাপনা শিখি, টাকাকে জীবনের লক্ষ্য নয় বরং একটি মাধ্যম হিসেবে গ্রহণ করি এবং নিজের মনের শান্তি ও সম্পর্কের সৌন্দর্যের মধ্যে প্রকৃত সুখ খুঁজে নিই।

কারণ সুখ কখনোই বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের মনেই বাস করে।

লেখক: দি আর্ট অব পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট বইয়ের লেখক, কলামিস্ট, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট।

এইচআর/এএসএম

Read Entire Article