সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

3 months ago 52

পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ।

সোমবার (৩ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা অংশের শক্তিয়ারখলার দূর্গাপুর এবং ১০০ মিটার সড়ক ডুবে যাওয়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতরাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমাগত বাড়ছে সুনামগঞ্জের সকল নদনদীর পানি। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে গেছে। এতে একদিকে যেমন তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেমনি ওই সড়কে ছোট বড় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিকল্প পথ হিসেবে নৌকা দিয়ে বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরের আসছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষের।

সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

তাহিরপুর থেকে সুনামগঞ্জে আসা রাজন মিয়া বলেন, হঠাৎ ঢলের পানিতে সড়ক ডুবে গেছে। এতে গাড়িপথে সরাসরি জেলা শহরে যাওয়া যাচ্ছে না।

সুনামগঞ্জ থেকে গাড়ি নিয়ে আসা মনু মিয়া বলেন, কোম্পানির মালামাল নিয়ে তাহিরপুরে যাওয়ার পথে প্রবল স্রোতে রাস্তা ডুবে গেছে। এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তাহিরপুর যাওয়া সম্ভব নয়। তাই সুনামগঞ্জে চলে যাচ্ছি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। এরইমধ্যে সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

Read Entire Article