সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজিবির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের সদর উপজেলার ডুলরা সীমান্ত থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১০৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা, ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪২ হাজার ৯০০ টাকা।
এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে জব্দ করা হয় ৩২৪ কেজি ফুচকা, ২২ কেজি ভারতীয় চিনি এবং তাহিরপুরের চাঁরাগাও থেকে ২০০০ কেজি কয়লা যার বাজার মূল্য ৪০ হাজার টাকা ও চাঁনপুর সীমান্ত এলাকা থেকে ৭৫০ কেজি ফুচকা যার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভোররাতে সুনামগঞ্জের তিন উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
লিপসন আহমেদ/জেডএইচ/এমএস