সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

1 month ago 27

সুনামগঞ্জের তাহিরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা শাহিনুর তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নস্থ কানামইয়া বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া শাহিনুর তালুকদার উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা ও তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Read Entire Article