সুনামগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর জরিমানা

4 months ago 53

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ জুন) বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক ব্যবহার করা হয়। যা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন। এ অপরাধে সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনের পক্ষে মোটরসাইকেল ও পিকআপের বিশাল শোডাউন করায় রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

Read Entire Article