সুনামগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

23 hours ago 6

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে আমড়িয়া গ্রামের মিরাজ ও নাজমুলের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে মিরাজ ও নাজমুলের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

লিপসন আহমেদ/এমএন/এমএস

Read Entire Article