সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

1 day ago 8

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে অজ্ঞাত চোররা বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক প্রথম শ্রেণির কক্ষের তালা খুলতে গিয়ে দেখতে পান সেখানে তালা খোলা এবং দুইটি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে।

পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ এবং ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হককে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিষয়টি ইতোমধ্যেই আমাদের অফিসে জানানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষককে জিডি করার জন্য বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে।

Read Entire Article