সুনেরাহ অনেক পোংটা: আরশ খান
পর্দায় তাকে সাধারণত শান্ত, ধীরস্থির বা রোমান্টিক মেজাজে দেখেই অভ্যস্ত দর্শক। অভিনেতা আরশ খানের সঙ্গে জুটিতেও সেই রসায়নই বারবার ফুটে উঠেছে। কিন্তু বাস্তবে বা চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল যে কতটা চঞ্চল বা ‘পোংটা’ হতে পারেন, তা দেখে রীতিমতো অবাক হয়েছেন আরশ খান। চরকির নতুন সিরিজ ‘আঁতকা’র শুটিং সেটে সহকর্মীর এই নতুন রূপ আবিষ্কার করেছেন তিনি। সম্প্রতি এক আড্ডায় ‘আঁতকা’ সিরিজের শুটিং অভিজ্ঞতা জানাতে গিয়ে আরশ খান সুনেরাহ সম্পর্কে এক মজার তথ্য ফাঁস করেন। তিনি বলেন, “সুনেরাহর সঙ্গে তো আমার প্রায়ই কাজ হয়। শান্ত, ভালোবাসার মানুষ—এমন চরিত্রেই সাধারণত কাজ হয় আমাদের। কিন্তু এই শুটিংয়ে গিয়ে বুঝলাম সে খুব ‘পোংটা’ বা চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে, সেটা খুব মজা লেগেছে।” সহকর্মীর কাছ থেকে এমন মন্তব্য শুনে আড্ডায় উপস্থিত সবাই হেসে ওঠেন। বোঝা যায়, নতুন এই সিরিজে সুনেরাহকে দর্শক একদম নতুন এক অবতারেই দেখতে পাবেন। আরশ যখন সুনেরাহর চঞ্চলতা নিয়ে কথা বললেন, তখন চুপ থাকেননি সুনেরাহও। আরশের কাজের ধরণ নিয়ে তিনি দিলেন এক নতুন পর্যবেক্ষণ। সুনেরাহ বলেন, ‘আরশ সেটে গিয়ে সবকিছু ভুলে শুধু অ্যাক
পর্দায় তাকে সাধারণত শান্ত, ধীরস্থির বা রোমান্টিক মেজাজে দেখেই অভ্যস্ত দর্শক। অভিনেতা আরশ খানের সঙ্গে জুটিতেও সেই রসায়নই বারবার ফুটে উঠেছে। কিন্তু বাস্তবে বা চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল যে কতটা চঞ্চল বা ‘পোংটা’ হতে পারেন, তা দেখে রীতিমতো অবাক হয়েছেন আরশ খান। চরকির নতুন সিরিজ ‘আঁতকা’র শুটিং সেটে সহকর্মীর এই নতুন রূপ আবিষ্কার করেছেন তিনি।
সম্প্রতি এক আড্ডায় ‘আঁতকা’ সিরিজের শুটিং অভিজ্ঞতা জানাতে গিয়ে আরশ খান সুনেরাহ সম্পর্কে এক মজার তথ্য ফাঁস করেন। তিনি বলেন, “সুনেরাহর সঙ্গে তো আমার প্রায়ই কাজ হয়। শান্ত, ভালোবাসার মানুষ—এমন চরিত্রেই সাধারণত কাজ হয় আমাদের। কিন্তু এই শুটিংয়ে গিয়ে বুঝলাম সে খুব ‘পোংটা’ বা চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে, সেটা খুব মজা লেগেছে।”
সহকর্মীর কাছ থেকে এমন মন্তব্য শুনে আড্ডায় উপস্থিত সবাই হেসে ওঠেন। বোঝা যায়, নতুন এই সিরিজে সুনেরাহকে দর্শক একদম নতুন এক অবতারেই দেখতে পাবেন।
আরশ যখন সুনেরাহর চঞ্চলতা নিয়ে কথা বললেন, তখন চুপ থাকেননি সুনেরাহও। আরশের কাজের ধরণ নিয়ে তিনি দিলেন এক নতুন পর্যবেক্ষণ। সুনেরাহ বলেন, ‘আরশ সেটে গিয়ে সবকিছু ভুলে শুধু অ্যাক্টিংটা করতে পারে, এটা জানতাম না। কারণ সাধারণত সে সব কিছুতে নাক গলায়।’
রাবা খানের গল্প ও আরাফাত মহসীন নিধির পরিচালনায় এই পারিবারিক গল্পের সিরিজটি মুক্তি পাচ্ছে চরকিতে। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) দর্শক দেখতে পাবেন আরশ-সুনেরাহর এই ‘পোংটা’ ও সিরিয়াস অভিনয়ের রসায়ন।
What's Your Reaction?