সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

4 months ago 33

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৮।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন, এবং মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

র‌্যাব-৮ অধিনায়ক কাজী যুবায়ের আলম শোভন বলেন, গত ৩১ মে ২০১৬ থেকে চলমান অপারেশন সুন্দরবনে সর্বমোট ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যের আত্মসমর্পণের মাধ্যমে গত ০১ নভেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে শান্তির সুবাতাস বইছে সুন্দরবনে।

তিনি বলেন, অপহরণ-হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ, বিশেষ করে মৎসজীবিরা। নির্ভয়ে নির্বিঘ্নে আসছেন দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

আলমগীর হান্নান/এফএ/এএসএম

Read Entire Article