সুন্দরবনে চোরাশিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ
মোংলার চিলা ইউনিয়নের সরকির খালসংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে আজ রোববার উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার চিলা ইউনিয়নের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘটিকে আটকে থাকতে দেখা গেছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান এবং একটি বাঘকে ফাঁদে আটকে থাকতে দেখেন। এরপর নিরাপত্তার স্বার্থে সরকির খালপাড় এলাকা কর্ডন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করতে না পারে। তিনি জানান, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
মোংলার চিলা ইউনিয়নের সরকির খালসংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে আজ রোববার উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার চিলা ইউনিয়নের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘটিকে আটকে থাকতে দেখা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান এবং একটি বাঘকে ফাঁদে আটকে থাকতে দেখেন। এরপর নিরাপত্তার স্বার্থে সরকির খালপাড় এলাকা কর্ডন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করতে না পারে। তিনি জানান, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
What's Your Reaction?