সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে শনিবার পূজা অর্চনা ও ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব। সুন্দরবনের পাঁচটি নৌপথ ব্যবহার করে সব পুণ্যার্থীরা লোকালয়ে ফিরে আসবে। এবারের রাস উৎসবে অর্ধলাখ সনাতন পুণ্যার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটি। সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শত বছরের এই রাস পুণ্যস্নানের প্রতিবছর নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয়। এজন্য প্রতিবছরই সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুবলার চরের আলোরকোলে রাস পূজার জন্য নির্মাণ