সুন্দরবনে পুশ ইন করা সেই ৭৮ জন ‘মোংলায়’

3 months ago 33
পশ্চিম সুন্দরবনে ৭৮ ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় নৌবাহিনী। পরে সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি দিয়ে তাদের নিয়ে মোংলার উদ্দেশে রওনা দেয় কোস্টগার্ডের জাহাজ- স্বাধীন বাংলা। ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদের নেওয়া হয়। রোববার (১১ মে) দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, ‘পুশ ইন’ করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- শুক্রবার রাতে তাদের ভারতীয় নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে মোংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশ ইন করা ব্যক্তিদের সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়।  পুশ ইন করা ব্যক্তিদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে তা কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে।
Read Entire Article