সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষায় বাংলাদেশ

3 months ago 45

অস্ট্রেলিয়ার এক ম্যাচে ঝুলে ছিল দুই দলের ভাগ্য। অসিরা আগেই নাম লিখিয়েছে সুপার এইটে। আজকের (রোববার) ম্যাচে স্কটল্যান্ড জিতলে উঠতো সুপার এইটে, বাদ পড়তো ইংল্যান্ড। স্কটিশরা হারায় ইংল্যান্ডের কপাল খুলেছে।

এরই সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে শুধু বাংলাদেশ। হ্যাঁ, কাগজে কলমে নেদারল্যান্ডসের সুযোগ থাকলেও শেষ দল হিসেবে সুপার এইটের উঠার দৌড়ে এগিয়ে বাংলাদেশই।

আগামীকাল সোমবার টাইগারদের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে জিতলে তো যাবেই, হারলেও সুপার এইটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

কেননা তিন ম্যাচের দুটি জিতে এরই মধ্যে ৪ পয়েন্ট অর্জন করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেটও (০.৪৭৮) ভালো।

নেদারল্যান্ডসের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে যদি তারা জিতে যদি মোট ৪ পয়েন্ট পেয়েও যায়, তবু নেট রানরেটের ফাঁদে পড়বে ডাচরা। কেননা এখন তাদের রানরেট -০.৪০৮।

অর্থাৎ নেদারল্যান্ডসের লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, বাংলাদেশের বড় ব্যবধানে হারতে হবে নেপালের কাছে। আপাতদৃষ্টিতে যা কঠিন। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশই অষ্টম দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে সুপার এইটে।

সুপার এইটের গ্রুপিং
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ/নেদারল্যান্ডস

গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

এমএমআর/এমএস

Read Entire Article