সুপারহিট চাঁদের হাটের সিক্যুয়েলে ফিরছেন তৌসিফ-কেয়া পায়েল

3 months ago 39

গত ঈদুল আজহায় ইউটিউবে তুমুল জনপ্রিয়তা পায় ‘চাঁদের হাট’ নাটকটি। সুপারহিট নাটকটি এবার ফিরছে নতুন পর্ব নিয়ে। নাটকের সিক্যুয়েলটি তৈরি হয়েছে ‘চাঁদের হাট ২’ নামে। এতে এবারও চাঁদ চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব আর পূর্ণিমা চরিত্রে দেখা দেবেন কেয়া পায়েল।

নাটকটি রচনা ও পরিচালনায় রয়েছেন আগের পর্বের নির্মাতা কে এম সোহাগ রানা। তিনি জানান, ‘গরুর হাটকে কেন্দ্র করে হাস্যরস, প্রেম আর মানবিকতা মিলিয়ে গল্পটি সাজানো হয়েছে। মজার মোড়কে কিছু গুরুত্বপূর্ণ বার্তাও থাকবে নাটকে।’

নাটকটির কেন্দ্রীয় চরিত্রগুলোর সঙ্গে আগের মতোই চাঁদের মা চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু এবং ডা. এজাজুল ইসলামকে দেখা যাবে পূর্ণিমার মামার চরিত্রে। আরও আছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে।

সুপারহিট চাঁদের হাটের সিক্যুয়েলে ফিরছেন তৌসিফ-কেয়া পায়েল

‘চাঁদের হাট ২’-এর প্রযোজক জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে তিনি আশাবাদী। তার ভাষায়, ‘একইসঙ্গে হাসি, ভালোবাসা আর শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন দর্শকরা। আশা করছি আগের পর্বের ২ কোটি ভিউ ছাড়িয়ে যাওয়ার রেকর্ডটি নতুন পর্ব দিয়ে আরও সফলভাবে লেখা হবে।’

ঈদের দিন ‘চাঁদের হাট ২’ ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচার হবে।

এলআইএ/এমএস

Read Entire Article