সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

22 hours ago 7

নোয়াখালীর সুবর্ণচরে সুপেয় পানির সংকট দূরীকরণের দাবিতে সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে পদযাত্রা ও মানববন্ধন করা হয়েছে। এতে উন্নয়নকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে চরবাটা খাসেরহাট রাস্তা মাথা ও হারিছ চৌধুরী বাজার থেকে সুবর্ণচর উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা কৃষিবান্ধব নীতি প্রণয়ন, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, বোরো ধান নির্ভরশীলতা কমিয়ে রবিশস্যের প্রতি কৃষকদের প্রণোদনা ও সচেতনতা তৈরির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, সবগুলো খাল খনন ও সরকারি খাস দিঘিগুলো উদ্ধার করে পানি সংরক্ষণ, জনস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য পুকুরের পানির যথোপযুক্ত সংরক্ষণ ও ব্যবহার, পরিবেশ সুরক্ষার সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ এবং পানির জন্য সমন্বিত ড্যাম সিস্টেম প্রণয়ন করতে হবে।

স্থানীয় পরিবেশকর্মী ও চন্দ্রকলির নির্বাহী পরিচালক সাখাওয়াত উল্লাহ বলেন, উপজেলায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি নলকূপে এখনই পানি পাওয়া যাচ্ছে না। সামনের দিনগুলোতে তা আরও তীব্র আকার ধারণ করবে। সরকারে সংস্থাগুলো এখনই কার্যকর ভূমিকা না নিলে এ এলাকার মানুষ পানির কষ্টে মারা যাবে। তাই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মাইন উদ্দিন ফিরোজ, সুপ্রিম কোর্টের আইনজীবী মানবাধিকারকর্মী ও সাহিত্যিক মোহাম্মদ তরিক উল্লাহ, ছাত্রসংগঠক ও নাজিরহাট কলেজের শিক্ষক আনোয়ার হোসেন, সমাজকর্মী তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, গবেষক মিজানুর রাকিব, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন, মুজাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ হারুন, ছাত্র সংগঠক দেলোয়ার হোসেন প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

Read Entire Article