সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাগো নিউজকে বিলুপ্ত কমিটির তথ্য নিশ্চিত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মাহবুবুর রহমান খান।
এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।
এ কমিটির অনুমোদন দেন ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী মরহুম খন্দকার মাহবুব হোসেন। আর সুপারিশ করেন সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।
এফএইচ/এসআইটি/এমএস