সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’

3 months ago 52

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুস্থ, অসহায় ও ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত ‘সুরভি’র ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে ডা. জুবাইদা রহমান ‘সুরভি’র কার্যালয়ে প্রবেশ করলে তাকে শিক্ষার্থীসহ, শিক্ষক ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

তিনি ‘সুরভি’র ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এরপর তিনি ৪৭ বছর ধরে দেশজুড়ে চলমান ‘সুরভি’র কর্মকাণ্ডের আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। নিজে তার মা এবং ‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর আঁকা ছবি পরিদর্শন করেন।

পরে ‘সুরভি’কে কেন্দ্র করে নির্মিত একটি ভিডিওচিত্র উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। বিগত ৪৭ বছরে এই প্রতিষ্ঠান প্রায় ৪০ লাখ শিশু-কিশোরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে।

ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে বলেন, সুরভি’র ছাত্র-ছাত্রীরা কোররআন তেলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় পারদর্শী। শিক্ষাদান কর্মসূচির পাশাপাশি ‘সুরভি’র রয়েছে বিস্তৃত সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ‘সুরভি’র সদস্যরা দেশের দূরদূরান্তে গিয়ে আত্মমানবতার সেবা করে। দেশের ৪১টি জেলায় টিউবওয়েল প্রতিস্থাপন, বন্যার্তদের সহায়তা, মহিলাদের কম্পিউটার ট্রেনিং, উচ্চশিক্ষার বৃত্তি প্রদান, মেডিকেল সরঞ্জাম সরবরাহ, দ্বিবার্ষিক রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মতো উল্লেখযোগ্য উদ্যোগ রয়েছে সুরভি’র।

কেএইচ/এসএনআর/জেআইএম

Read Entire Article