সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাপান: জাপান রাষ্ট্রদূত

2 months ago 5

জাপান বাংলাদেশে অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

রোববার (২২ জুন) রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সাইদা শিনিচি আজকের আলোচনায় দেশের অভ্যন্তরীণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জামায়াতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমির ও রাষ্ট্রদূত পারস্পরিক কুশল বিনিময়ে করেছেন। আজকের বৈঠকে জাপান বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংস্কারের উদ্যোগ সম্পর্কে অবহিত জাপান রাষ্ট্রদূত। রিফর্ম কীভাবে বাস্তবায়ন করবে জামায়াত তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূত।

জাপানের সঙ্গে ব্যবসা শিল্প বাণিজ্য ও শিক্ষায় বিনিয়োগ নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান তিনি। এছাড়াও জামায়াতের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে বলে জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের নায়েবে আমির, আনম শামসুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এএএম/এমআরএম/জেআইএম

Read Entire Article